নিউজ টুয়েনিএফারের জন্য যশোরে শুভ কামনা

এক্সপ্রেস ডেস্ক: চব্বিশ ঘণ্টা সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘নিউজ টুয়েন্টিফোর’-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে যশোরেও কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য রাখেন নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রিপন হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলম, দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রুকুন-উদ-দৌলা, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুব আলম লাভলু, বিএফইউজের সহ-সভাপতি মনোতোষ বসু, যশোর সিটি কেবল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন বাবু প্রমুখ। পরে অতিথিরা সবাইকে নিয়ে কেক কেটে নিউজ টুয়েন্টিফোরের জন্য শুভ কামনা করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদভিত্তিক এ টিভি চ্যানেলটি মানুষের পক্ষে থাকার স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে। এই স্লোগান কেবল স্নোগানেই সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনে প্রকৃতপেক্ষেই চ্যানেলটি দেশ ও জনগণের প্রকৃত মুখপত্র হয়ে উঠবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Print
1388 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close