এক্সপ্রেস ডেস্ক: বাংলাদেশ থেকে জঙ্গি নির্মুল করে বিশ্বের দরবারে বাংলাদেশকে জঙ্গিমুক্ত দেশ হিসেবে তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দশটি প্রস্তাব তুলে ধরেছেন ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল।
সুপ্রিমকোর্টের আইনজীবীদের এ সংগঠনটি শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে এ প্রস্তাবনাগুলো উপস্থাপন করেন।
এতে বলা হয়, সরকারী চাকুরী, সশস্ত্রবাহিনীতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা সেটি ভালো করে খোজ খবর নিতে হবে। কারো বিরুদ্ধে জঙ্গিবাদের কোনো প্রমান পাওয়া গেলে বা যেকোনো ধরনের সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে দৃষ্টান্তমুলক সাজা দেওয়া আহবান জানানো হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারী করার পাশাপাশি শিক্ষামন্ত্রণালয়ের একটি মনিটরিং সেল গঠনেরও প্রস্তাব দেয় সংগঠনটি।
সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য সুচিতে জঙ্গিবাদের কুফল, এর বিরুদ্ধে আইনি ব্যাবস্থার বিষয়ে তুলে ধরতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
দেশের সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় জঙ্গি প্রতিরোধ কমিটি গঠন, এতে আইনজীবী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের সংশ্লিষ্ট করার পরামর্শ দেয়া হয়। তবে জঙ্গি দমনের নামে বিরোধীদলের নেতাকর্মীদেরকে হয়রানী না করতে পরামর্শ দিয়েছে ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিল।
সকল প্রচার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদের কুফলের দিক তুলে ধারার পাশাপাশি মোট দশটি প্রস্তাবনা দেয় এ সংগঠনটি।
মানববন্ধন কর্মসুচিতে সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
কর্মসুচিতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহবুব, নাসির উদ্দিন খান সম্রাট, খান জিয়াউর রহমান, প্রদ্বীপ কুমার সরকার, আকবর হোসেন, সাবিনা ইয়াসমিন লিপি, আরিফুল ইসলাম, নাসিমুল হক, বুলবুল আবু সাঈদ শামীম, শামসুল ইসলাম, একে উজ্জল, নিজাম উদ্দিন, হান্নান খন্দকার, রায়হান বিশ্বাস, মো: মহিউদ্দিন জুবায়ের, হেদায়েত বাদশা, মোজাম্মেল হোসেন হিমু, ফেরদৌস, টিপু সুলতান, আরিফ, রাকিব রাজু, শাহীন প্রমুখ।