এক্সপ্রেস ডেস্ক: যশোরের শার্শা উপজেলার উলাশীর কুচেমোড়ায় নাভারন-সাতক্ষীরা সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে চার নারী-শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আফজাল হোসেন ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস উলাশীর কুচেমোড়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রী ঝিকরগাছার আলামিন, নইমোল্লা, শার্শার সামলাগাছি গ্রামের জরিনা, শরিফা, গয়ড়া গ্রামের আমিনুর রহমান, ঝিকরগাছার গাজীর দরগার হালিমা, ফাইজুলসহ ১৩ জন যাত্রী আহত হন। এদের মধ্যে ৬ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাভারন হাসপাতাল) এবং অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। নাভারনে ভর্তি ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান হাসপাতালের ডাক্তার জাহিদুল ইসলাম।

শার্শায় বাস উল্টে ১৩ যাত্রী আহত
1905 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা