পর্তুগালস্থ বাংলাদেশ এম্বাসির মান্যবর রাস্ট্রদুতের সাথে পর্তুগাল ছাত্রলীগের সৌজন্য সাক্ষাত এবং শুভেচ্ছা বিনিময়।

বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার নতুন কমিটির নেতারা পর্তুগালস্থ বাংলাদেশ এম্বাসির মান্যবর রাস্ট্রদুতকে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাত করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনার সময় রাস্ট্রদুত বিভিন্ন উপদেশ প্রদান করেন এবং বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখা বহিঃবিশ্বে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জল করবে এই প্রত্যাষা করেন।
পর্তুগাল ছাত্রলীগ নেতারা তাকে সময় প্রদানের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়।
পর্তুগাল ছাত্রলীগ সভাপতি রনি হোসাইন ও সাধারন সম্পাদক শিপলু আহম্মেদ এরসাথে উপস্থিত ছিলেন ফ্রান্স ছাত্রলীগের সহ-সভাপতি শরিফ হোসেন, পর্তুগাল ছাত্রলীগ নেতা রাজিব আহম্মেদ,সাকিল জিয়া বিতান বরুয়া, ফাহিম প্রধান, জাহিদ হাসান সোহাগ, আরিফ হোসেন, সোহেল খান, সাইফুল ইসলাম,বদরুল হোসাইন রতন প্রমুখ।

Print
4434 মোট পাঠক সংখ্যা 1 আজকের পাঠক সংখ্যা

About jexpress

Close