বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (৩য় মত) এ-র সমন্বয়কারী মোল্লা লুৎফর রহমান এক বিবৃতিতে জানান, কমরেড খবির শিকদারের বিরুদ্ধে একের পর এক প্রতিক্রিয়াশীল রাজাকারের দোষর অতি বিপ্লবী বামদের উস্কানীমূলক আচরণ বক্তব্য এবং হুমকি ধামকি অব্যাহত রাখার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন যে, গতকাল আনুমানিক দুপুর ৩-২৩ মিনিটে কমরেড খবির শিকদারকে অতি বিপ্লবীদের ষড়যন্ত্রের অংশ হিসাবে পুনরায় হুমকি দিয়ে, দেখে নেওয়ার কথা বলা হয়। আমাদের পক্ষ থেকে ঐসব তথাকথিত মার্ক্সবাদী রাজনীতিবিদদের সতর্ক করে বলা হয়, কমরেড খবির শিকদারকে এত দুর্বল ভাবার কোন কারণ নাই। সে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদ বিরোধী সংগ্রামের এক অগ্র সৈনিক এবং কৃষক শ্রমিক মেহনতী মানুষ, তরুণ সমাজ সহ যশোরের সর্বস্তরের জনসাধারণের অত্যন্ত জনপ্রিয় গ্রহণযোগ্য এক কমরেড। তার প্রতি প্রতিহিংসা পরায়ণতা দেখিয়ে পার পাওয়া যাবেনা। মোল্লা লুৎফর রহমান ঐসব কুচক্রি সংকীর্ণতাবাদী রাজনীতিবিদদের সতর্ক করে দিয়ে বলেন, সংকীর্ণ স্বার্থবাদিতার জন্য অমার্ক্সীয় আচরণ থেকে বিরত থেকে নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর আহবান জানান। সাথে সাথে সংকীর্ণতা পরিহার করে মার্ক্সবাদী রাজনীতি চর্চা করা এবং বৃহত্তর ঐক্য বিরোধী আচরণ পরিহার করে, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে সামিল হয়ে, শ্রমজীবী মেহনতী মানুষের সঠিক ধারায় ফিরে এসে বৃহত্তর বাম কমিউনিস্ট ঐক্য গড়ে তোলার আহবান জানান এবং ঐক্য বিরোধী আচরণ থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, তাদের এধরনের ন্যাক্কারজনক হুমকি ধামকি উস্কানীমূলক আচরণের বিরুদ্ধে অবশ্যই আইনি এবং সাংগঠনিক জবাব দেওয়া হবে।
9460 মোট পাঠক সংখ্যা 5 আজকের পাঠক সংখ্যা