যশোরে শ্রমিকলীগ নেতা পান্নু করোনামুক্ত

 

যশোর জেলা শ্রমিকলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা পান্নু করোনামুক্ত হয়েছে। বৃহস্পতিবার যবিপ্রবিতে পরীক্ষার ফলাফলে তাকে করোনা নেগেটিভ রিপোর্ট দেয়া হয়। যশোর জেলা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৬ জুন পান্নু ও তার মা করোনা আক্রান্ত হন। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দিনই তাদের বাড়ি লোকলাউন করা হয়। ২ জুলাই তারা করোনা মুক্ত হন। তাদের বাড়িতে এখন লোকডাউন তুলে দেয়া হয়েছে।
সেলিম রেজা পান্নু বলেন, আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ আমার ও আমার মাকে সুস্থ্যতা দান করেছেন। আমার জন্য যারা দোয়া করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি

Print
2251 মোট পাঠক সংখ্যা 3 আজকের পাঠক সংখ্যা

About jexpress

https://t.me/pump_upp
Close